রাতের তাপমাত্রা কমতে পারে

রাতের তাপমাত্রা কমতে পারে

ফাইল ছবি

দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে আজ-কালের মধ্যে। মৌসুমি বায়ু বিদায়ের পর আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা ক্রমে কমতে পারে। পাশাপাশি পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। রবিবার (১৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। 

এতে বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় ৪ মিলিমিটার, চাঁদপুরে ১ মিলিমিটার, যশোর ও ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ থেকে বিদায় নিয়েছে এবং পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের পরিস্থিতি অনুকূলে রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের অন্যত্র কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোম এবং মঙ্গলবারও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন বজলুর রশিদ।