দুর্গাপূজা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি

দুর্গাপূজা উপলক্ষে ৭ দিন বন্ধ থাকবে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাহাট স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট  অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল।

সোনাহাট স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত একটি 
চিঠিতে বলা হয়, সনাতন হিন্দু ধর্মালম্বীদের অন্যতম একটি ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে সোনাহাট স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানিসহ সব ব্যবসায়িক কার্যক্রম আগামী শনিবার ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর বৃহস্পতিবার ও পরের দিন শুক্রবার সরকারি ছুটি থাকায় ২৮ অক্টোবর শনিবার থেকে বন্দরের সব কার্যক্রম চালু থাকবে।