ভেজাল রং তৈরির দায়ে লাখ টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী

ভেজাল রং তৈরির দায়ে লাখ টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী

ছবিঃ সংগৃহীত।

পাবনার ঈশ্বরদীতে ভেজাল রং তৈরি ও বিক্রির দায়ে ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় ১৬টি রং ভর্তি ড্রাম জব্দ করে ধ্বংস করা হয়।

 

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নবী হার্ডওয়ার স্টোরে অভিযান চালিয়ে এর মালিক রকিবুন নবীকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রণি।

তিনি বলেন, নবী হার্ডওয়্যার স্টোরের মালিক রকিবুন নবীর প্রতিষ্ঠানে অভিযান চালানোর সময় বার্জার কোম্পানির নামে ওয়েদারকোট, ইজি ক্লিন, অ্যান্টিড্রার্ট, ওয়াটার সিলার, এসপিডি ও ওয়ালপাট্টি নামের ১৬টি নকল রং ভর্তি ড্রাম পাওয়া যায়।

তিনি আরও বলেন, বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে নকল রং, উৎপাদন, মজুদ এবং বিক্রির অপরাধে নবী হার্ডওয়ার স্টোরকে এক লাখ টাকা জরিমানা আদায় ও নকল জব্দ রং ধ্বংস করা হয়। এ সময় রকিবুন নবী ভবিষ্যতে আর এ জাতীয় কাজ করবেন না বলে মুচলেকা দেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।