জয়পুরহাটে টিসিবি পণ্য বিক্রি শুরু

জয়পুরহাটে টিসিবি পণ্য বিক্রি শুরু

সংগৃহীত

জেলায় নিম্ন আয়ের মানুষের মধ্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে জয়পুরহাট জেলার ৩২টি ইউনিয়ন পরিষদ ও পাঁচটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়।

জয়পুরহাট জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানায়, হতদরিদ্র পরিবারের জন্য সরকার প্রতি মাসে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, চাল ও পেয়াজ ভর্তুকি মূল্যে বিক্রি করছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলায় মোট ৫৩টি ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য তুলে দেওয়া হচ্ছে।

তবে আজ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সরকারের বরাদ্দকৃত সবগুলো পণ্য দেওয়া হলেও শুধু মাত্র পেয়াজ পাচ্ছেন না গ্রাহকরা।

এরপরও ভর্তুকি মূল্যে এসব প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হাতে পেয়ে দারুণ খুশি সাধারণ খেটে খাওয়া মানুষরা।