চালুর ১০দিনই ফ্লাইট বাতিল বিমানের

চালুর ১০দিনই ফ্লাইট বাতিল বিমানের

ছবিঃ সংগ্রহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে  ২ মাসের বেশী সময় ধরে  বন্ধ ছিল অভ্যান্তরিণ বিমান চলাচল। দীর্ঘদন বন্ধ থাকার পর গত ১লা জুন খুলে দেওয়া হয়  অভ্যান্তারিণ আকাশ পথ। আকাশ পথ খুলে দেওয়া হলেও বিমান চলাচল সাভাবিক হয়নি। দীর্ঘদিন বন্ধ থাকার চালু হওয়ার পরদিন থেকে টানা ১০দিন সকল ফ্লাইট বাতিল করলো রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) তাহেরা খন্দকার সাংবাদিকদের জানান, যাত্রী সংকটের কারণে বুধবার (১০ জুন) ও আগামীকাল বৃহস্পতিবার (১১ জুুুন) অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুর রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে বিমান যাত্রী না পেলেও গত ১১ দিন ধরেই ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স।