বড় ইনজুরি চোখ রাঙাচ্ছে পান্ডিয়াকে

বড় ইনজুরি চোখ রাঙাচ্ছে পান্ডিয়াকে

সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ চলাকালীন বোলিং করতে গিয়ে গোড়ালির ইনজুরিতে পড়েন ভারতের সহঅধিনায়ক হার্দিক পান্ডিয়া। ইনিংসের নবম ওভারের তৃতীয় বলে তানজিদ তামিমের জোরালো শট পায়ে গিয়ে লাগে পান্ডিয়ার।

সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান তারকা এই বোলার। মাঠেই তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। এরপর বোলিং করার জন্য উঠে দাঁড়ালেও ওভার শেষ করা সম্ভব হয়নি তার পক্ষে। মাঠ ছাড়তে বাধ্য হন তিনি ব্যথার কারণে।

ইনজুরি কতটা গুরুতর পান্ডিয়ার সেটি এখনও জানানো হয়নি বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে। তবে জানানো হয়েছে স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে ভারতের এই অলরাউন্ডারকে।

স্ক্যানের রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না ইনজুরি ঠিক কতখানি গুরুতর। তবে বড় ইনজুরির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই মুহূর্তে।

যদি পান্ডিয়ার গোড়ালি মচকে গিয়ে থাকে, তবে অন্তত ৩ থেকে ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। সেক্ষেত্রে মিস হয়ে যেতে পারে পুরো বিশ্বকাপটাও।

আর ইনজুরি খুব বেশি গুরুতর না হলে পরের ম্যাচেই দেখা যেতে পারে তাকে।