ভারতের ২০ লাখ ভিডিও ডিলিট করল ইউটিউব

ভারতের ২০ লাখ ভিডিও ডিলিট করল ইউটিউব

সংগৃহীত

ইউটিউব ভারতের প্ল্যাটফর্ম থেকে ২০ লাখেরও বেশি ভিডিও সরিয়েছে। গুগল ২০২৩ এর এপ্রিল থেকে জুন মধ্যে এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে। নীতি ভঙ্গ করায় ভিডিওগুলো সরানো হয়েছে বলে জানানো হয়েছে। গুগল জানিয়েছে যে, নীতি লঙ্ঘনের জেরে এই ভিডিওগুলি মুছে ফেলা হয়েছে।

গুগলের মতে, এটি এপ্রিল এবং জুন ২০২৩-এ নির্দেশিকা লঙ্ঘনের জন্য ভারতে তৈরি প্রায় ২০ লাখ ভিডিও সরিয়ে দিয়েছে। 

এর আগে, এই একই কারণে গুগল জানুয়ারি এবং মার্চ মাসের মধ্যে ভারতে তার প্ল্যাটফর্ম থেকে ১৯ লাখেরও বেশি ভিডিও সরিয়ে দেয়। পাশাপাশি, বিশ্বব্যাপী ভিডিও-স্ট্রিমিং জায়ান্ট নিয়ম লঙ্ঘনের জন্য ৬৪.৮ লাখেরও বেশি ভিডিও সরিয়ে দিয়েছে।

গুগল বলেছে যে, সংস্থা গত এক বছরে প্রায় ১২ হাজার কোটি টাকার স্ক্যামও বন্ধ করেছে। কোম্পানির জানিয়েছে, গুগল প্লেতে তারা ইউজারদের পছন্দের ভাষায় সন্দেহজনক লেনদেন সম্পর্কে সতর্ক করে এবং সন্দেহ হওয়ায় জালিয়াতির একাধিক প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করে দেয়। এই কারণে, গত বছর গুগল প্লেতে প্রায় ১২,০০০ কোটি টাকার জালিয়াতি রুখে দিতে পেরেছে বলে দাবি সংস্থাটি।