অন্যের মৎস্যঘের থেকে লক্ষাধিক টাকার মাছ ধরে নেওয়ার অভিযোগ

অন্যের মৎস্যঘের থেকে লক্ষাধিক টাকার মাছ ধরে নেওয়ার অভিযোগ

প্রতীকী ছবি

আদালতের তোয়াক্কা না করে ভাড়াটিয়া লোকজন নিয়ে অন্যের মৎস্যঘের থেকে লক্ষাধিক টাকার মাছ ধরে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী মৎস্যঘেরের মালিক হেদায়েতুল ইসলাম বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদরের জোড়দিয়া এলাকার মৃত শেখ আব্দুল মান্নানের পুত্র সাংবাদিক শেখ হেদায়েতুল ইসলামের ক্রয়কৃত ১.১৬ একর সম্পত্তির মৎস্যঘের রয়েছে। সম্প্রতি জোড়দিয়া এলাকার শেখ আব্দুল রশিদের পুত্র শেখ আবু সাঈদসহ কতিপয় ব্যক্তি উক্ত মৎস্যঘের অবৈধভাবে দখলের চেষ্টা করে। এঘটনায় ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেন যার নং- ১৩০ এবং আদালতে একটি পিটিশন মামলা দায়ের করি যার নং- ১৮২৬/২৩। মামলার নোটিশ প্রাপ্তির পর উল্লেখিত শেখ আবু সাঈদগং আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।

এর জের ধরে ২১ অক্টোবর ভোরে ভাড়াটিয়া লোকজনসহকারে জাল টান দিয়ে প্রায় লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যায়। এঘটনার প্রতিকার চেয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শেখ আবু সাঈদ বলেন, আমি আমার ঘেরে মাছ ধরেছি। তার ঘেরে আমি কেন যাবো।