ইসরায়েলে পৌঁছেছেন ম্যাক্রোঁ

ইসরায়েলে পৌঁছেছেন ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

হামাসের হামলার পর ইসরায়েলে প্রতি সহমর্মিতা জানাতে দেশটি সফর করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার ইসরায়েলের প্রতি পূর্ণ সংহতি জানাতে তেল আবিব পৌঁছেছেন ফ্রান্সের  প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফরাসি সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে ম্যাক্রোঁর তেল আবিবে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই সফরে ইসরায়েল-ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া আলোচনা করবেন ম্যাক্রোঁ। যেখানে থাকবে আলাদা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবও।

৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামাসের হামলায় নিহত হয়েছে ১৪শ’ ইসরায়েলি। আর গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫১শ’ ফিলিস্তিনির প্রাণ গেছে।

সূত্র: আল জাজিরা