ভৈরবে রেল দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

ভৈরবে রেল দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবের রেল দুর্ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। সংস্থাটির পরিচালক (অপারেশনস ও মেনটেনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে এই কমিটির প্রধান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের উপসহকারী পরিচালক শাহাজান সরদার।

কমিটিতে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদারকে সদস্য সচিব, নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক ও ভৈরববাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আজিজুল হককে সদস্য করা হয়েছে।

এছাড়াও এই রেল দুর্ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২০ জন বলে জানা গেছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা এগারসিন্দুর গোধূলি ট্রেনের সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে রেল চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সংস্থার চেষ্টায় মঙ্গলবার ভোরে রেল চলাচল স্বাভাবিক হয়।