২৬ অক্টোবর বিটিভিতে প্রচার হবে বঙ্গবন্ধু টানেলের থিম সং

২৬ অক্টোবর বিটিভিতে প্রচার হবে বঙ্গবন্ধু টানেলের থিম সং

সংগৃহীত

আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে বঙ্গবন্ধু টানেল নিয়ে থিম সং ধারণ করা হয়েছে। এছাড়া চট্টগ্রামে বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

 

তোরে পুতুলের মত করে সাজিয়ে’ ও ‘এই মুখরিত জীবনের চলার বাঁকে’সহ জনপ্রিয় গানগুলোর গীতিকার ড. আবদুল্লাহ আল মামুনের লেখা ও শিল্পী শাহরিয়ার খালেদের সুরে বাংলাদেশ টেলিভিশন ইতিমধ্যে বঙ্গবন্ধু টানেল নিয়ে ‘বাংলার মুকুটে যোগ হলো আরও এক রঙিন পালক’ শীর্ষক থিম সঙ্গীত ধারণ ও চিত্রায়ন করেছে।

গানটিতে কণ্ঠ দিতে সুদূর অস্ট্রেলিয়া থেকে দেশ ও প্রাণের টানে ছুটে এসেছেন শিল্পী ড. আবদুল্লাহ আল মামুন। আরও কণ্ঠ দিয়েছেন শিল্পী শাহরিয়ার খালেদ, অনুপমা মুক্তি, ডা. শর্মিলা বড়ুয়া, সাব্বির জামান ও গৌরি দাশ।

গানটি আগামী ২৬ অক্টোবর থেকে বিটিভিতে প্রচার করা হবে বলে জানিয়েছেন সুরকার শাহরিয়ার খালেদ।

উল্লেখ্য, পদ্মা সেতুর থিম সঙ্গীত ও রচনা করছিলেন ড. মামুন ও সুর দিয়েছিয়েন শিল্পী শাহরিয়ার খালেদ। গানটি প্রযোজনা করেছেন বিটিভির নির্বাহী প্রযোজক ইলন সফির।