বিশ্বকাপের মাঝেই শ্রীলঙ্কার স্কোয়াডে পরিবর্তন

বিশ্বকাপের মাঝেই শ্রীলঙ্কার স্কোয়াডে পরিবর্তন

ফাইল ছবি

বিশ্বকাপের আগে থেকেই ইনজুরি যেন পিছু ছাড়ছে না শ্রীলঙ্কান দলে। চোটের কারণে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি ওয়ানিদু হাসারাঙ্গার। এরপর ছিটকে গেছেন আরও অনেকেই।

ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা। তার পরিবর্তে লঙ্কানদের নেতৃত্ব দিচ্ছেন কুশল মেন্ডিস।

এবার কাঁধের চোট থেকে সেরে না ওঠায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন পেসার মাথিশা পাথিরানা। তার বদলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দলে টেনেছে লঙ্কানরা। টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটি তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সবশেষ গত জুনে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজে খেলেছিলেন ৩৬ বছর বয়সী ম্যাথিউস। এরপর জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে কলম্বো টেস্টে সুযোগ মিলেছিল তার। লঙ্কানদের হয়ে এখন পর্যন্ত ২২১টি ওয়ানডে খেলেছেন তিনি। ৩ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৪০টি ফিফটি। ৫ হাজার ৮৬৫ রানের পাশাপাশি নিয়েছেন ১২০ উইকেট।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। ব্যাঙ্গালোরে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।