বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল

চলমান ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই হেরেছিল অস্ট্রেলিয়া। তবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা ফিরে এসেছে প্রবল প্রতাপে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর হারিয়েছে শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে। অজিদের জয়ে ফেরার এ ধারায় গুরুত্বপূর্ন অবদান রাখছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। ব্যাট হাতে ধারাবাহিকতা বজায় রেখে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও শতক তুলে নিয়েছেন তিনি। তবে ওয়ার্নারের কীর্তি ছাপিয়ে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই অজি তারকা। 

ডাচদের বিপক্ষে ৪০ বলে শতক হাঁকিয়ে রেকর্ডবুকে নিজের নাম লিখিয়েছেন তিনি। এবারের ওয়ানডে বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ব্যাটাররা। এতোদিন ৫০ বলে শতক হাঁকিয়ে দ্রুততম শতকের রেকর্ডের মালিক ছিলেন আইরিশ ব্যাটার কেভিন ওব্রেইন। তবে এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে শতক হাঁকিয়ে সেই রেকর্ড নিজের করে নেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। 

তবে আজ বিশ্বকাপের মাঝপথে সেই রেকর্ড আবারো ভেঙে গেল। দিল্লিতে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে শতক হাঁকিয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন গ্লেন ম্যাক্সওয়েল।  

ইনিংসের ৩৯তম ওভারে মাঠে নেমে ডাচ বোলারদের উপর চড়াও হন ম্যাক্সওয়েল। ৯ চার ও ৮টি ছয়ের মারে ৪৪ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই অজি ব্যাটার। শেষ পর্যন্ত এই দুর্দান্ত শতকে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ৩৯৯ রানের পাহাড় সমান সংগ্রহ পেয়েছে।