ফাও ইলিশ না দেওয়ায় জেলেকে গুলি করে হত্যা

ফাও ইলিশ না দেওয়ায় জেলেকে গুলি করে হত্যা

ছবিঃ সংগৃহীত।

ফাও মা ইলিশ না দেওয়ায় শ্রীনগরে পদ্মারচরে এক জেলেকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাতে শ্রীনগর উপজেলার নুরু বয়াতির চরে এ ঘটনা ঘটে।

নিহত যুবক রুবেল লৌহজং উপজেলার জশলদিয়া গ্রামের বাবু সরদারের ছেলে বলে জানা গেছে।

 

অন্যদিকে ঘাতক রিয়াদ শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের খোকন মেম্বারের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় বারেক ও লোকমান জানান, খোকন মেম্বারের ছেলে রিয়াদ মাঝেমধ্যে পদ্মারচরে এসে জেলেদের কাছ থেকে ফাও ইলিশ মাছ নিয়ে যান। শনিবার বিকালে খোকনসহ ৪-৫ যুবক দুই বস্তা মা ইলিশ ফাও নিতে চান। এতে জেলেদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। এ ঘটনা কেন্দ্র করে রোববার সন্ধ্যার দিকে রিয়াদ পুনরায় ১৬-১৭ জনকে সঙ্গে নিয়ে চরে এসে কয়েকজন জেলেকে মারধর করে এবং কয়েক বস্তা ইলিশ মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

 

এ সময় রুবেল নামে এক জেলে বাধা দিলে মেম্বারের ছেলে রিয়াদ আগ্নেয়াস্ত্র দিয়ে রুবেলের বুকে গুলি করে। পরে রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।  

শ্রীনগর থানার ডিউটি অফিসার আনিসুর রহমান জানান, নিহত রুবেলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

 

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আসামিদের গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে।