করোনায় সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু

করোনায় সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালকের মৃত্যু

ছবি:সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক আলহাজ্জ্ব প্রফেসর ডা. এ কে এম মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৬২ বছর। মঙ্গলবার ভোর ৫টা ২৫ মিনিটে তিনি মারা যান। ডা. মুজিবুর রহমানের স্ত্রী, দুই মেয়ে রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেন। কয়েকদিন পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারো সিএমএইচ-এ জরুরি বিভাগে আইসোলেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।