ডিসি-এসপিদের নির্বাচনী প্রশিক্ষণ স্থগিত

ডিসি-এসপিদের নির্বাচনী প্রশিক্ষণ স্থগিত

ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) এবং বিভাগীয় কমিশনারদের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জানা গেছে, আগামী ২ ও ৩ নভেম্বর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদিনের আবাসিক এ প্রশিক্ষণ হওয়ার কথা ছিল।

এর আগেও পূজার কারণে পেছানো হয়েছিল কর্মসূচিটি। এবার পেছাল বিএনপির দেওয়া অবরোধ কর্মসূচির কারণে।

এ বিষয়ে ইটিআই মহাপরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, অনিবার্য কারণে ২ ও ৩ নভেম্বরের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরে কবে তা অনুষ্ঠিত হবে, সে দিনক্ষণ এখনও চূড়ান্ত করা হয়নি।

কর্মকর্তারা বলছেন, সারাদেশে সড়ক, নৌ ও রেলপথে ৩১ অক্টোবর ও ১, ২ নভেম্বর অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি।

এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঢাকায় এসে প্রশিক্ষণ নিলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। মূলত এ কারণেই প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। শুধু ডিসি-এসপিদের প্রশিক্ষণ নয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চলমান প্রশিক্ষণ কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

গত ১৪ ও ১৫ অক্টোবর দেশের ৩২টি জেলার ডিসি, এসপি, চার বিভাগে বিভাগীয় কমিশনার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের প্রথম ধাপের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। দ্বিতীয় ধাপে অবশিষ্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।