ভৈরবে ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র

ভৈরবে ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র

সংগৃহীত

ভৈরবে আওয়ামী লীগ- পুলিশ ও বিএনপি কর্মীদের ধাওয়া - পাল্টা ধাওয়া,পুলিশের টিয়ারশেল নিক্ষেপ এতে আহত হয়েছেন ১০। বিএনপির কার্যালয় ভাংচুর করা হয়েছে। 

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তি ও মহাসমাবেশে পুলিশী হামলার প্রতিবাদে সারাদেশে আজ থেকে চলছে বিএনপি ও সমমনা দলগুলোর তিন দিনের সড়ক, নৌ ও রেলপথ অবরোধ।

অবরোধকে কেন্দ্র করে  ভৈরবে আওয়ামী লীগ- পুলিশ ও বিএনপি কর্মীদের ধাওয়া - পাল্টা ধাওয়া শুরু হয়। পরে তা রণক্ষেত্রে পরিণত হয়। 

এদিকে অবরোধ সফল করতে নানা দিকনির্দেশনা দেয়া হয়েছে জেলার নেতাকর্মীদের। সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ এ অবরোধের আওতামুক্ত থাকবে। 

অন্যদিকে, রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে  বিজিবি। পাশাপাশি চলছে গোয়েন্দা নজরদারি। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে এবার।