মিরপুরে সংঘর্ষে বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত

মিরপুরে সংঘর্ষে বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত

মিরপুরে সংঘর্ষে বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত

রাজধানীর মিরপুরের পূরবী সিনেমা হল এলাকায় মঙ্গলবার (৩১ অক্টোবর) মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পোশাক শ্রমিক আহত হয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান জানান, সকাল ১১টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নামেন।তিনি বলেন, সকাল সাড়ে ১১টার দিকে পোশাক শ্রমিকদের সঙ্গে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের স্থানীয় কর্মীদের সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।তিনি আরও বলেন, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাজমুল হাসান বলেন, ‘আমরা তাদের শান্ত করার জন্য সেখানে গিয়েছিলাম; আশা করছি শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।’ন্যূনতম মজুরি নির্ধারণে বুধবার মজুরি বোর্ডের বৈঠক হওয়ায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন।মঙ্গলবার সকাল থেকে মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

সূত্র  : ইউএনবি