আফগানদের দেখে সাকিবদের শিখতে বললেন শেহবাগ

আফগানদের দেখে সাকিবদের শিখতে বললেন শেহবাগ

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের চলতি আসরে এই তিন চ্যাম্পিয়নকে হারিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে আফগানরা হেরে যায় বাংলাদেশের বিপেক্ষে।

তবে তিন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়ে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথেই রয়েছে আফগানরা। 

 

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের এমন উন্নতি দেখে রীতিমতো মুগ্ধ ক্রিকেট বিশ্ব। ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরে আফগানদের পারফরম্যান্স দেখে ভূয়সী প্রশংসা করেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ। 

 

এক টুইট বার্তায় শেহবাগ বলেছেন, ওয়াও আফগানিস্তান, কী দুরন্ত পারফরম্যান্স করছে। আফগানরা যে স্পিরিট দেখিয়েছে, তা থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে।

ভারতের হয়ে ১০৪টি টেস্ট, ২৫১টি ওয়ানডে আর ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৮টি সেঞ্চুরির সাহায্যে ১৭ হাজার ২৫৩ রান করা শেহবাগ আরও বলেন, বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে ২৫ বছর খেলছে, অথচ বড় দলগুলোকে এখনো টানা হারাতে পারে না। আফগানিস্তান ক্রিকেটাররা তো অনেক অল্প সময়ে এ কাজ করে দেখাল। অল্প সময়ের মধ্যে সব থেকে উন্নতি করা দল আফগানিস্তান।