মিরপুরে ফের গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

মিরপুরে ফের গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

সংগৃহীত

রাজধানীর মিরপুরে তৃতীয় দিনের মতো ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে মিরপুর ১০, ১১, ১২ ও আশপাশ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের রাস্তায় দেখলেই যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছেন চালক। 

বুধবার সকাল ৮টা থেকে মিরপুর সাড়ে এগারো (পুরবী) ও মিরপুর ১২ নম্বরের সড়কে কয়েক হাজার শ্রমিক হাতে লাঠিসোটা নিয়ে অবস্থান নেন। এর পর তারা খণ্ডখণ্ডভাবে মিছিল নিয়ে মিরপুর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।   

এদিকে আন্দোলনকারী শ্রমিকরা জানান, গতকাল সরকারদলীয় লোকজন তাদের ওপর হামলা করেছে। এতে তাদের তিন শ্রমিক মারা গেছেন বলে তারা অভিযোগ করেন। 

শ্রমিকরা জানান, আগামী বছর নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের বেতন ২৩ হাজার টাকা হওয়ার কথা। এ জন্য চলতি মাসে তাদের গ্রেড ঠিক করার কথা। কিন্তু মালিকপক্ষ গ্রেড পরিবর্তন ও বেতন বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। তারা (মালিকপক্ষ) আগের বেতন বহাল রেখেই গার্মেন্টস চালাতে চায়।

এদিকে সকাল থেকে শ্রমিকরা রাস্তায় অবস্থান নিলেও ঘটনাস্থলের আশপাশে পুলিশের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি।

পল্লবী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, শ্রমিকরা গতকালের মতো আজকেও রাস্তায় অবস্থান নিয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।