বন্যায় বিপর্যস্ত ইতালির মিলান

বন্যায় বিপর্যস্ত ইতালির মিলান

সংগৃহীত

বন্যায় প্লাবিত হয়েছে ইতালির মিলানের একাধিক জেলা। মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টিপাত ও ভোরে ঝড়ের কারণে এ বন্যার সৃষ্টি হয়।

বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে গারিবাল্ডি ট্রেন স্টেশন, যা অঞ্চলটির একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র।

কিছু আন্ডারপাসও পানিতে  নিমজ্জিত হয়েছে। এছাড়া মিলান পৌরসভার কিছু রাস্তা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। মিলানের কাউন্সিলর মার্কো গ্রানেলি জানান, ২০১৪ সালের পর এটিই মিলানের সবচেয়ে ভয়াবহ বন্যা।

এএসএসএ নিউজ এজেন্সি অনুসারে, মিলানের নিকটবর্তী মেডিগ্লিয়ায় ঝড়ো হাওয়ায় আটকে পড়া একজন নারী ও তার দুই সন্তানকে উদ্ধার করেছে দমকলকর্মীরা। সূত্রসিএনএনইউরো নিউজ