অবরোধের দ্বিতীয় দিন খুলনায় দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ট্রেন-লঞ্চ চলাচল স্বাভাবিক

অবরোধের দ্বিতীয় দিন খুলনায় দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ট্রেন-লঞ্চ চলাচল স্বাভাবিক

ছবিঃ সংগৃহীত।

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনেও খুলনায় স্বাভাবিক হয়নি দূরপাল্লার বাস চলাচল। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনার সোনাডাঙা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যাচ্ছে না। তবে আভ্যন্তরীণ রুটের কয়েকটি বাস ছাড়ার অপেক্ষায় আছে। দীর্ঘ সময় বাসগুলো অপেক্ষা করলেও যাত্রী মিলছে না।

বাস শ্রমিক হাবিবুল ইসলাম বলেন, বাস চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা খুবই কম। যাত্রী না থাকায় ১৫ মিনিট পর যে বাস ছাড়ার কথা তা চলছে দেড় দুই ঘণ্টা পর। তাও অনেক সিট খালি থাকছে।

 

খুলনা রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ছোট ছোট রুটের যাত্রীরা ট্রেনের অপেক্ষায় স্টেশনে ওয়েটিং রুমে বসে আছেন।

স্টেশনের পাশেই খুলনা বিআইডব্লিউটিএর ঘাটে গিয়ে দেখা যায়, সেখান থেকে সকালে কয়েকটি লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। বাস চলাচল খুব বেশি না হওয়ায় লঞ্চে যাত্রীর সংখ্যা একটু বেড়েছে।

এদিকে, দ্বিতীয় দিনের অবরোধের সমর্থনে খুলনার বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে জামায়াত।