আড়ায় ঝুলছিল স্বামী, বিছানায় পড়েছিল স্ত্রীর মরদেহ

আড়ায় ঝুলছিল স্বামী, বিছানায় পড়েছিল স্ত্রীর মরদেহ

ছবিঃ সংগৃহীত।

নীলফামারীর জলঢাকায় একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার দোলাপাড়ায় গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন, বিপুল চন্দ্র রায় (২৭) ও তার স্ত্রী বৃষ্টি রানী (১৯)। বিপুল উপজেলার কৈমারীর ইউনিয়নের দোলাপাড়া গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের ছেলে ও বৃষ্টি কিশোরগঞ্জের মেলাগঞ্জ এলাকার বিকাশ চন্দ্র রায়ের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাত মাস আগে তাদের বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার বিকেল তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজা খুলে দেখেন ঘরের আড়ার সঙ্গে বিপুল চন্দ্র রায় ঝুলছে। বিছানায় বৃষ্টিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুল ইসলাম জানান, ঝুলন্ত অবস্থায় বিপুলের মরদেহ ও বিছানা থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রীকে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।