বায়ু দূষণের কারণে দিল্লির স্কুল দু'দিন বন্ধ

বায়ু দূষণের কারণে দিল্লির স্কুল দু'দিন বন্ধ

ফাইল ছবি

বায়ু দূষণের তীব্রতা বাড়ায় দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় দু'দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন মূখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ইন্ডিয়াটাইমস জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণার কথা জানিয়েছেন মূখ্যমন্ত্রী।

এতে তিনি বলেন, বায়ু দূষণ বাড়তে থাকায় দিল্লির সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দু'দিন বন্ধ থাকবে।

এদিকে পাথর ভাঙা, খনি খননের মতো কাজও বন্ধ করা হয়েছে। সুনির্দিষ্ট কিছু প্রকল্প ছাড়া বন্ধ রাখা হয়েছে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজও।

এক প্রতিবেদনে বলা হয়েছে ৩৭টা পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে কমপক্ষে ১৮টি কেন্দ্রের ফলাফল বলছে, দিল্লির বায়ুমান এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, তীব্র দূষণের শিকার। দিল্লি সরকার পরিস্থিতি পর্যালোচনার জন্য শুক্রবার (০৩ নভেম্বর) এক জরুরি সভা ডেকেছে।

সূত্র: ইন্ডিয়াটাইমস