গাজায় জ্বালানি তেল ঢুকতে দেওয়া হবে না: নেতানিয়াহু

গাজায় জ্বালানি তেল ঢুকতে দেওয়া হবে না: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনোভাবেই জ্বালানি তেল ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি।

নেতানিয়াহু তার বক্তব্য ‘তীক্ষ্ণ ও স্পষ্ট’ বিজয়ের প্রতিশ্রুতি দিয়ে শুরু করেন।

তিনি বলেন, “আমরা বিজয় না হওয়া পর্যন্ত থামবো না। এর অর্থ হল হামাসকে ধ্বংস করা, জিম্মিদের ফিরিয়ে আনা এবং আমাদের নাগরিক ও শিশুদের নিরাপত্তা পুনরুদ্ধার করা।”

লেবাননের হিজবুল্লাহকে যুদ্ধে না জড়ানোর হুঁশিয়ারি উচ্চারণ করে নেতানিয়াহু বলেন, “এর জন্য কী মূল্য দিতে হবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না।”

নেতানিয়াহু জানিয়েছেন, “তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনকে বলেছেন- যেখানে আমাদের জিম্মিদের মুক্তি অন্তর্ভুক্ত নয়, সেই অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করছে। ইসরায়েল গাজায় জ্বালানি ঢুকতে দেবে না এবং অর্থ পাঠানোর বিরোধিতা করে।” সূত্রআনাদোলু এজেন্সিমিডল ইস্ট মনিটর