গাজায় অ্যাম্বুলেন্স বহরের উপর ইসরাইলি হামলায় নিন্দা রেড ক্রিসেন্টের

গাজায় অ্যাম্বুলেন্স বহরের উপর ইসরাইলি হামলায় নিন্দা রেড ক্রিসেন্টের

গাজায় অ্যাম্বুলেন্স বহরের উপর ইসরাইলি হামলায় নিন্দা রেড ক্রিসেন্টের

ইসরাইলি বাহিনী শুক্রবার গাজায় অ্যাম্বুলেন্সের একটি বহরকে লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি। এই হামলায় ১৫ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছে।পিআরসিএস শনিবার এক বিবৃতিতে বলেছে, গাজা শহরের আল-শিফা হাসপাতালের প্রবেশদ্বার থেকে প্রায় দুই মিটার দূরে ‘ইসরাইলি বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্র হামলায় একটি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে।’

হামলার ফলে ১৫ জন বেসামরিক লোক মারা যায় এবং ৬০ জন আহত হয়।হাসপাতাল থেকে প্রায় এক কিলোমিটার দূরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন আরেকটি অ্যাম্বুলেন্স সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার টার্গেট করা হয়। এতে অনেক আহত এবং অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হয়।

আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট আন্দোলনের অংশ পিআরসিএস বলেছে, ইচ্ছাকৃতভাবে মেডিক্যাল দলগুলোকে টার্গেট করা ‘জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন, একটি যুদ্ধাপরাধ’।ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা ‘একটি অ্যাম্বুলেন্সের ওপর বিমান হামলা চালিয়েছে। হামাসের সশস্ত্র গ্রুপের অবস্থানের কাছাকাছি এই হামলা চালানো হয়।’

হামলার ঘটনাস্থলে এএফপি’র এক সাংবাদিক হাসপাতালের বাইরে ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সের পাশে একাধিক লাশ দেখেছেন। সেখানে ইসরাইলি বোমা হামলা থেকে বেঁচে যাওয়া বেসামরিক নাগরিক এবং আহতদের ভিড় লক্ষ্য করা গেছে।হামাস সরকার বলেছে, ইসরাইলি বাহিনী গাজা শহর থেকে ভূখণ্ডের দক্ষিণে রাফাহ অভিমুখে ‘আহতদের নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের একটি বহরে আঘাত হেনেছে।