ড্যাফোডিল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ

ড্যাফোডিল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ

সংগৃহীত

আগামী ১৬ নভেম্বর পর্যন্ত সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ৬ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত শুধু আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি স্থানীয় কয়েকজন যুবকের মারধরে মো. হাসিবুল ইসলাম (২২) নামে বিশ্ববিদ্যালয়টির বস্ত্র প্রকৌশল বিভাগের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে রোববার ক্যাম্পাস-সংলগ্ন সড়কে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা চানগাঁও এলাকার দোকানপাট ও সড়ক বন্ধ করে দেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হলে দুই পক্ষের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

এ ঘটনার জেরে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।