অবরোধের তৃতীয় দফায় বাস চলছে কুষ্টিয়ায়

অবরোধের তৃতীয় দফায় বাস চলছে কুষ্টিয়ায়

সংগৃহীত

বিএনপি’র তৃতীয় দফার অবরোধে তেমন প্রভাব পড়েনি কুষ্টিয়ায়। শুধুমাত্র ঢাকা, খুলনা ও রাজশাহীগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে, বাস ও ছোট যানবাহন যাচ্ছে আশপাশের জেলাগুলোতে।

অবরোধের তৃতীয় দফার প্রথম দিনে বুধবার সকাল থেকে যাত্রীবাহী বাস চলতে দেখা গেছে। সংখ্যায় কম হলেও যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে অল্প কিছু যাত্রীবাহী পরিবহন চালাচ্ছেন বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। আর সিএনজি অটোরিকশাসহ ছোট ছোট যানবাহন চলাচল বেড়েছে অন্য সময়ের চেয়ে। বেলা বাড়ার সাথে সাথে সাধারণ মানুষের চলাচলও স্বাভাবিক হয়েছে।

কুষ্টিয়ার মজমপুরে ঝিনাইদহগামী এক যাত্রী আব্দুর রশীদ বলেন, অবরোধের মধ্যেও সব জায়গায় যাওয়া যাচ্ছে। ভেঙে ভেঙে যেতে সময় ও খরচ বেশি লাগছে। শুধু আমাদের হয়রানি হচ্ছে।

কুষ্টিয়ায় সব ট্রেন সময়মতো ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া কোর্ট স্টেশনের বুকিং ইনচার্জ সাইদুজ্জামান।

এদিকে, তৃতীয় দফার এ অবরোধেও কুষ্টিয়ায় বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। তবে, নাশকতা এড়াতে শহরে ও সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কিছুক্ষণ পর পর দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল।