চিনির সঙ্গে চা-পাতা মিশিয়ে ভেজাল মধু তৈরি করতেন দুই ভাই

চিনির সঙ্গে চা-পাতা মিশিয়ে ভেজাল মধু তৈরি করতেন দুই ভাই

ছবিঃ সংগৃহীত।

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল মধু তৈরি করে বাজারজাত করার অপরাধে দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতাররা হলেন উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের জামাল উদ্দিন সরদারের ছেলে পল্লিচিকিৎসক আব্দুর রাজ্জাক ইরান (৩৪) ও রমজান আলী (৩০)।

পুলিশ জানায়, দুই ভাই দীর্ঘদিন ধরে চিনির সঙ্গে চা-পাতা মিশিয়ে বিশেষ প্রক্রিয়ায় ভেজাল মধু তৈরি করে আসছিলেন। নিজ বাড়িতে তাদের তৈরি এসব ভেজাল মধু দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করতেন। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ৬৫ কেজি ভেজাল মধু, ৫০০ গ্রাম চা-পাতা, ৯৭ কেজি চিনির রস (সিরা), ৩০ লিটার ধারণক্ষমতার প্লাস্টিকের ১৪টি ড্রাম, একটি ডিজিটাল ওয়েট মেশিন ও ভেজাল মধু তৈরির সরঞ্জমাদি জব্দ করা হয়।