৯৯৯-এ ফোন, ছিনতাইকারীকে আটক করলো পুলিশ

৯৯৯-এ ফোন, ছিনতাইকারীকে আটক করলো পুলিশ

সংগৃহীত

জয়পুরহাট রেলস্টেশন থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সাধারণ জনতা আটক করে ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে তাকে আটক করে।

আটককৃতছিনতাইকারী হলেন, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগড় মিয়াপাড়া গ্রামের মৃত তজি খন্দকারের ছেলে কামরুল ইসলাম (৫৫)। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন রেলস্টেশনে ছিনতাই করে আসছিলো বলে স্বীকার করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা এবং একটি মোবাইল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি হুমায়ন কবির।

তিনি বলেন, জইমত আলী নামে এক প্রাক্তন শিক্ষক তার পরিবার নিয়ে গত ১৯ অক্টোবর সৈয়দপুরের উদ্দেশ্যে যাওয়ার জন্য বিরামপুর রেলেস্টেশনে বসে অপেক্ষা করছিলেন। এ অবস্থার তার ব্যাগ ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলে তিনজন ব্যক্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে মঙ্গলবার (৭ নভেম্বর) জয়পুরহাট স্টেশনে ছিনতাইকারীকে দেখে চিনতে পেরে ৯৯৯ ফোন দিলে পুলিশ ছিনতাইকারীকে আটক করে। পরে পার্বতীপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হলে একটি ছিনতাই মামলা দায়ের করা হয়।