নওয়াজ শরীফের সম্পদ ফিরিয়ে দিতে আদালতের নির্দেশ

নওয়াজ শরীফের সম্পদ ফিরিয়ে দিতে আদালতের নির্দেশ

সংগৃহীত

তোশাখানা মামলার ঘটনায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বাজেয়াপ্ত সম্পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির আদালত। শুক্রবার (১০ নভেম্বর) ইসলামাবাদ ন্যাশনাল একাউন্টেবিলিটি কোর্টে (ন্যাব) এই আদেশ দেওয়া হয়। খবর এআরওয়াই নিউজের।

ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরোর বিচারক মোহাম্মদ বশির এই আদেশ জারি করে তার বাজেয়াপ্ত সম্পত্তি ফিরিয়ে দিতে আদালতকে নির্দেশ দেন।

নওয়াজ শরীফের বাজেয়াপ্ত সম্পদের তালিকায় আছে বিপুল পরিমাণের কৃষি জমি, দেশি ও বিদেশি ব্যাংকে রক্ষিত টাকা, বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন মূল্যবান সম্পদ।

এর আগে ২০২০ সালে ইসলামাবাদ আদালত তোশাখানা মামলার ঘটনায় নওয়াজ শরীফকে অভিযুক্ত করে তার ব্যক্তিগত সম্পদ জব্দ করার আদেশ দেয়। এ ঘটনায় আদালতের আদেশ অনুযায়ী হাজির না হওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিল আদালত।

গত অক্টোবর মাসে তোশাখানা মামলায় তার জামিন মঞ্জুর করে আদালত। গত ১৯ অক্টোবর তার বিরুদ্ধে গ্রতেপ্তারি পরোয়ানাও স্থগিত করা হয়েছে।