গাজার আল শিফা হাসপাতাল নিয়ে যা বলছে জাতিসংঘ

গাজার আল শিফা হাসপাতাল নিয়ে যা বলছে জাতিসংঘ

সংগৃহীত

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র আল-শিফা হাসপাতালে ‘ভয়াবহ ও বিপজ্জনক’ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, হাসপাতালের আশেপাশের এলাকায় ‘ক্রমাগত গোলাগুলি ও বোমা বর্ষণ’ ইতিমধ্যে সংকটজনক পরিস্থিতিকে আরও খারাপ করেছে এবং আল-শিফা আর হাসপাতাল হিসেবে কাজ করছে না।

ইসরায়েলি সামরিক বাহিনী পুনরায় বলেছে, তারা কয়েক ডজন ঝুঁকিপূর্ণ নবজাতক শিশুকে অন্য হাসপাতালে সরিয়ে নিতে ‘সহায়তা করতে প্রস্তুত’।

আল-শিফার সার্জারি বিভাগের প্রধান ড. মারওয়ান আবু সাদা বিবিসিকে বলেছেন, বিদ্যুতের অভাবে তৃতীয় অকাল নবজাতক শিশুর মৃত্যু হয়েছে।