নতুন দায়িত্ব নিলেন ফেব্রেগাস

নতুন দায়িত্ব নিলেন ফেব্রেগাস

সংগৃহীত

কমোর যুব দলের কোচিংয়ের দায়িত্বে ছিলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সেস ফেব্রেগাস। তবে এবার নতুন দায়িত্ব পেলেন তিনি। ইতালির সিরি বি-এর ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক বার্সেলোনা ও চেলসির এই ফুটবলার।

ফেব্রেগাসকে নিয়োগ দেয়ার খবরটি সোমবার (১৩ নভেম্বর) এক বিবৃতির মধ্য দিয়ে ক্লাবটি জানিয়েছে।  প্রথমবারের মতো সিনিয়র দলের কোচিং করাবেন ফেব্রেগাস। কমোর হয়ে গত মৌসুমে ১৭ ম্যাচ খেলে অবসর নেয়ার পর ক্লাবটির রিজার্ভ ও যুব দলের দায়িত্ব সামলান সাবেক বার্সেলোনা, চেলসি তারকা। ফরাসি ক্লাব মোনাকো ছেড়ে ২০২২ সালের অগাস্টে কমোতে নাম লেখান ফেব্রেগাস। এবার সেখানেই তাকে দেখা যাবে ভিন্ন ভূমিকায়।

ক্যারিয়ারে ক্লাব পর্যায়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন ফেব্রেগাস। স্পেনের ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরোজয়ী দলের সদস্য ছিলেন তিনি।
কমোর কোচ হিসেবে ৩৬ বছর বয়সী ফেব্রেগাসের প্রথম ম্যাচ আন্তর্জাতিক বিরতির পর, আগামী ২৫ নভেম্বর ফেরালপিসালোর বিপক্ষে।