অবরোধের সমর্থনে নাটোরে বিএনপির মশাল মিছিল

অবরোধের সমর্থনে নাটোরে বিএনপির মশাল মিছিল

সংগৃহীত

বিএনপির ডাকা পঞ্চম দফায় সারাদেশ ব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে নাটোরে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া ডালসড়ক এলাকায় এই মশাল মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।

নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীনের নেতৃত্বে  হাতে মশাল নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলে অবরোধের সমর্থনের পাশাপাশি সরকার পতনের স্লোগান দেন। মিছিলটি মহাসড়ক প্রদিক্ষণ করেই নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।

নাটোর জেলা বিএনপির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন ঢাকা মেইলকে বলেন, সাধারণ মানুষের ভোটের অধিকার, সার্বভৌমত্ব রক্ষায় এবং তত্ত্ববোয়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবীতে দেশব্যাপী অবরোধ কর্মসূচী চলছে। অবরোধের সমর্থনে জেলা বিএনপির নেতাকর্মীরা মশাল মিছিল করছে। সামনে দিনেও জেলা বিএনপি অবরোধসহ সকল কর্মসূচি পালন করবে। ভোটের অধিকার ফিরে আনা পর্যন্ত বিএনপির এ কর্মসূচি চলবে বলে জানান তিনি।

এসময় মিছিলে বিএনপির নেতা জি এস সোহেল, সাবেক কাউন্সিলর সদরুল ইসলাম ডাম্বেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনিসহ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ ঢাকা মেইলকে বলেন, নাটোরে আইন শৃঙ্খলা রক্ষার্থে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সাধারণ মানুষের জান মাল রক্ষার্থে পুলিশ সব সময় কাজ করছে।