ইসরাইলের প্রতি মার্কিন হতাশা বাড়ছে : রিপোর্ট

ইসরাইলের প্রতি মার্কিন হতাশা বাড়ছে : রিপোর্ট

ইসরাইলের প্রতি মার্কিন হতাশা বাড়ছে : রিপোর্ট

ইসরাইলের প্রতি মার্কিন হতাশা বাড়ছে বলে প্রতিবেদন করেছে নিউইয়র্কভিত্তিক আর্থিক ও ডেটাসেবা প্রদানকারী এবং মিডিয়া কোম্পানি ব্লুমবার্গ।বুধবার (১৫ নভেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্লুমবার্গের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস গাজায় ইসরাইলের যুদ্ধ পরিচালনায় বেসামরিক মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় ক্রমশ হতাশ হচ্ছে।প্রকাশনাটি নানা সূত্রে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে বিস্তৃত ফাটলের কথা জানিয়েছে। তারা বলেছে, মার্কিন প্রশাসনের কর্মকর্তারা তাদের ইসরাইলি সমকক্ষদের সাথে আলোচনা করছেন। কিন্তু তাদের পরামর্শগুলো তারা গুরুত্ব দিচ্ছে না।

সূত্রগুলো বলেছে, অধৈর্যতা বেড়ে যাওয়ায় প্রশাসন ইসরাইলে তার ব্যক্তিগত বার্তা প্রেরণ করেছে। একই সময়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এখনো ইসরাইলের অস্ত্রের অনুরোধগুলো পূরণ করছে। এখন পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে কোনো পরিণতির হুমকি দেয়নি।

সূত্র : আলজাজিরা