পোড়া বগি রেখে সিলেট ছাড়ল উপবন এক্সপ্রেস

পোড়া বগি রেখে সিলেট ছাড়ল উপবন এক্সপ্রেস

সংগৃহীত

সিলেট রেলওয়ে স্টেশনে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে বুধবার (২২ নভেম্বর) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ট্রেনের বগিটি আগুনে পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের পর আগুনে পোড়া ওই বগিটি রেখে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে উপবন এক্সপ্রেস। বুধবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২ টায় টেনটি সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের মাষ্টার (ভারপ্রাপ্ত) আবু নাসের রাসেল।

তিনি জানান, স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি বগিতে রাত সাড়ে ৯টায় আগুন লাগে। এরপর রেলওয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, টিকিট আগে বিক্রি করার কারণে আগুন নেভানোর পর পুড়ে যাওয়া বগি সিলেট রেলস্টেশনে রেখে নতুন আরেকটি বগি সংযুক্ত করে রাত ১২টার সময় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় উপবন এক্সপ্রেস ট্রেনটি।

ট্রেনটিতে যাত্রী পরিবহনকারী বগির সংখ্যা ছিল ১৪টি। উপবন এক্সপ্রেস ট্রেনটির সিলেট ছাড়ার সময় হলো রাত সাড়ে ১১টা। তবে অগ্নিকাণ্ডের কারণে বুধবার এটি আধা ঘণ্টা বিলম্বে রাত ১২টায় ছেড়ে যায়।