রামেক হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু

রামেক হাসপাতালে ডেঙ্গুতে একজনের মৃত্যু

প্রতিকী ছবি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মাসুদ রানা (৪৫) নামে ডেঙ্গু আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাসুদ রানার বাসা কুষ্টিয়া সদরে। তার বাবার নাম শহিদুল ইসলাম। গত সোমবার (২০ অক্টোবর) বিকেল সোয়া ৪টায় রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ দিন ধরে জ্বর ও ডায়রিয়া হচ্ছিল মাসুদের। এছাড়া বমিবমি ভাব ছিল তার। তিন দিন থেকে কাশি ও কাশির সঙ্গে রক্ত উঠছিল। অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। রোববার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার সময় মারা যান মাসুদ।

রামেক হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ছুটি দেওয়া হয়েছে ৩৪ জনকে। বর্তমানে ১০৬ জন ডেঙ্গু রোগী রামেক হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত মোট ভর্তি হন ৫ হাজার ৮৫ জন ডেঙ্গু রোগী। আর ছুটি নিয়ে বাসায় গেছেন ৪ হাজার ৯৪৪ জন। এবার মোট মৃত্যু হলো ৩৫ জনের।