সিলেট টেস্টের তৃতীয় দিন, এগিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের

সিলেট টেস্টের তৃতীয় দিন, এগিয়ে যাওয়ার সুযোগ বাংলাদেশের

সংগৃহীত

দ্বিতীয় দিন শেষে জমে উঠেছে সিলেট টেস্ট। ছেড়ে কথা বলছে না কেউই। দু’দলই এখন আছে প্রায় একই অবস্থানে। লড়াই চলছে সমানে সমানে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মাঠে গড়াচ্ছে তৃতীয় দিনের খেলা। দু’দলের সামনেই রয়েছে এগিয়ে যাওয়ার সুযোগ।

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। হাতে ২ উইকেট থাকলেও এখনো ৪৪ রান বাকি লিড ভাঙতে। ফলে কিউইরা চাইবে যথাসম্ভব সময় নিয়ে ব্যাট করতে।

অস্বাভাবিক কিছু না ঘটলে এই টেস্টের ফল আসা নিশ্চিত বলা যায়। অবশ্য এখনি এগিয়ে থাকতে পারতো বাংলাদেশ, যদি না বুধবার কেন উইলিয়ামসনের ক্যাচ দুই দু’বার হাত ফসকায়! সুযোগ পেয়ে দুর্দান্ত এক শতক হাঁকান তিনি। যা লড়াইয়ে রেখেছে কিউইদের।

বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে যোগ্য নেতৃত্ব দিচ্ছেন তিনি বল হাতে। দ্বিতীয় দিন ৪ উইকেট নিয়ে কিউইদের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন তিনি। আজ সুযোগ আছে পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করার।

সিলেটে দু’দলই ভুগছে বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া করে। বাংলাদেশ দলের ১০ জন দুই অংকের ঘরে পৌঁছালেও ফিফটির দেখা পান কেবল মাহমুদুল হাসান জয়। ৮৬ রান করেন তিনি। নিউজিল্যান্ডেরও একই অবস্থা, উইলিয়ামসনের ১০৪ রান ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ গ্লেন ফিলিপসের ৪২।

এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি নিউজিল্যান্ডকে অল-আউট করতে পারে বাংলাদেশ। লিড নিতে পারলে নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা যোগাবে নাজমুল হোসেন শান্তদের।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু সকাল সাড়ে ৯টায়।