কবিয়াল বিজয় সরকারের ৩৮ তম প্রয়াণ দিবস কাল

কবিয়াল বিজয় সরকারের ৩৮ তম প্রয়াণ দিবস কাল

সংগৃহীত

একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যত চারণ কবি কবিয়াল বিজয় সরকারের ৩৮ তম প্রয়াণ দিবস আগামী কাল সোমবার। বিরল ব্যক্তিত্ব ও প্রতিভা সম্পন্ন এ আধ্যাত্বিক পুরুষ ১৯০৩ সালের ১৯ ফেব্রুয়ারি  নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে পিতা নবকৃষ্ণ অধিকারী ও মাতা  হিমালয় অধিকারীর সংসারে জন্ম গ্রহণ করেন। তিনি ভারতে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থায় ১৯৮৫ সালের আজকের ৪ ডিসেম্বর মৃত্যুবরন করেন।

কবিয়াল বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও চারণ কবি বিজয় সরকার  ফাউন্ডেশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে রোববার বিকেলে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কবির আত্মার শান্তি কামনা করে  এক মিনি নিরাবতা পালন, কবিয়ালে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচসভা ও  বিজয় গীতি পরিবেশনা অনুষ্ঠিত হবে বলে জানান, কবি বিজয় সরকার  ফাউন্ডেশনের সদস্য সচিব মুহাম্মদ আছিফ উদ্দিন মিয়া।

এসময় কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন  জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক ছৌধূরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মোহা. মেহেদী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরাসহ অতিখিবৃন্দ বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শাশ্বতী শীল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

২০১৩ সালে এ গুণী শিল্পীকে মরোনোত্তর একুশে পদক প্রদান করা হয়।