শাহজাহান কবির বীর প্রতীকের দুটি বইয়ের মোড়ক উন্মোচন

শাহজাহান কবির বীর প্রতীকের দুটি বইয়ের মোড়ক উন্মোচন

সংগৃহীত

শাহজাহান কবির বীর প্রতীকের লেখা ‘সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান’ ও ‘আমার একাত্তর’ বই দু’টির মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের উদ্যোগে গোলাম আজাদ বীর প্রতীকের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন হাইকোর্টের সাবেক বিচারপতি সামছুদ্দিন আহমেদ মানিক এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক ড. মো. জহিরুল ইসলাম রুহেল।  

এছাড়াও উপস্থিত ছিলেন- মাহবুব এলাহি রঞ্জু বীর প্রতীক, আনোয়ার হোসেন বীর প্রতীক, মিজানুর রহমান খান বীর প্রতীক, মোজাম্মেল হক বীর প্রতীক ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা অনিল বরণ রায়, মোশারফ হোসেন, হাবিবুল হক খোকন প্রমুখ।

অনুষ্ঠানে আ ক ম মোজাম্মেল হক বলেন, শাহজাহান কবির বীর প্রতীক দীর্ঘদিন যাবৎ মুক্তিযুদ্ধের ওপর গবেষণা করে ইতোমধ্যে অনেকগুলো বই লিখে মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন, যা অতুলনীয়। বিশেষ করে আজ ‘সাত বীরশ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান’ ও ‘আমার একাত্তর’ বই দুইটিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছেন। তার জন্য তাকে ধন্যবাদ জানাই এবং একই সাথে অন্যান্য মুক্তিযোদ্ধাদেরকে শাহজাহান কবিরের মত মুক্তিযুদ্ধের ওপর গবেষণা করে মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার জন্য অনুরোধ করছি।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা মাহবুবু এলাহী রঞ্জু বীর প্রতীক বলেন, আমাদের প্রত্যেক মুক্তিযোদ্ধার উচিত জীবদশায় আমাদের নিজস্ব যুদ্ধগুলি লিখে যাওয়া উচিত।