তারাকান্দায় বিপুল পরিমান অবৈধ তারা বিড়ি ও দয়াল বিড়ি জব্দ

তারাকান্দায় বিপুল পরিমান অবৈধ তারা বিড়ি ও দয়াল বিড়ি জব্দ

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ তারা বিড়ি ও দয়াল বিড়ি জব্দ করেছে পুলিশ। রবিবার তারাকান্দা থানা পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, বাজারে সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী ময়মনসিংহ জেলার বিভিন্ন বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত কমদামী অবৈধ বিড়ি বিক্রি ও মজুদ করছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার তারাকান্দা থানার উপ পরিদর্শক মো. রুবেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম তারাকান্দা উপজেলার হরিয়াগাই বাজার, টিওকান্দা বাজার এবং কেন্দুয়া বাজারে অভিযান ও তল্লাশি চালায়।

এসময় বাজারের ২৭ টি দোকানে অভিযান চালিয়ে আটচল্লিশ হাজার (৪৮,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ তারা বিড়ি এবং ষলো হাজার (১৬,০০০) শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ দয়াল বিড়ি জব্দ করা হয়। অভিযান থেকে সর্বমোট চৌষট্টি হাজার (৬৪,০০০) শলাকা অবৈধ কমদামী তারা বিড়ি এবং দয়াল বিড়ি জব্দ করা হয়েছে।

অভিযান শেষে জব্দকৃত অবশিষ্ট অবৈধ বিড়ি বাজার কমিটির উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে বাজারের প্রতিটি ব্যবসায়ীর ম‌ধ্যে আতংক বিরাজ করে এবং নকল ব্যান্ডরোলযুক্ত অবৈধ কমদামী বিড়ি ভবিষতে আর কোন ব্যবসায়ী বিক্রি করবে না বলে প্রতিশ্রুতি দেয়।

তারাকান্দা থানার উপ পরিদর্শক মো. রুবেল মিয়া জানান, নকল বিড়ি বিক্রির মাধ্যমে এসব বিড়ি কোম্পানিগুলো দৈনিক বিপুল টাকার রাজস্ব ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে তাদের ব্যাবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযান থেকে বিপুল পরিমান অবৈধ বিড়ি জব্দ করা হয়েছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে এবং রাজস্ব ফাঁকি দিয়ে কেউ অবৈধভাবে বিড়ি বিক্রি ও বাজারজাত করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।