পুলিশ সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

পুলিশ সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

ফাইল ছবি

পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৪ ডিসেম্বর) দুদকের ঢাকার প্রধান কার্যালয়ের উপপরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করেন।

সুভাষ চন্দ্র সাহা সম্প্রতি ফরিদপুর জেলা পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরে কর্মরত।

এজাহারে তার বিরুদ্ধে ৫৭ লাখ ৯১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই অর্থ তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, সুভাষ চন্দ্র সাহার কাছে সম্পদের হিসাব চেয়ে দুদক থেকে চিঠি দেওয়া হলে তিনি কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন। সুভাষ ১৭ লাখ ৮৭ হাজার টাকার স্থাবর ও ২ কোটি ২ লাখ ২ হাজার টাকার অস্থাবর সম্পদের হিসাব জমা দেন।

বিরণীতে তিনি ৪০ লাখ টাকা ঋণ গ্রহণের তথ্য উল্লেখ করেন। তার হিসাব যাচাইকালে বিবরণী উল্লিখিত ২ কোটি ১৯ লাখ ৮৯ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া যায়।

এজাহারে বলা হয়, আসামির গ্রহণযোগ্য আয় ১ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার টাকা। পারিবারিক ব্যয় ৩৬ লাখ ৪৮ হাজার টাকা। ব্যয়সহ মোট অর্জিত সম্পদের পরিমাণ ২ কোটি ১৬ লাখ ৩৭ হাজার টাকা।

হিসাব অনুযায়ী, তার অসংগতিপূর্ণ অর্জিত সম্পদের পরিমাণ ৫৭ লাখ ৯১ হাজার টাকা। যা তিনি ভোগ-দখলে রেখে দুদক আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।