গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ছবিঃ সংগৃহীত।

মেহেরপুরের রাজনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম (৩০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে একটি গরুকে বাঁচাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ঘটনায় গরুটি বেঁচে গেলেও হাসপাতালে মারা যান তরিকুল।

তরিকুল ইসলাম সদর উপজেলার রাজনগর গ্রামের মোল্লাপাড়ার লিয়াকত আলীর ছেলে।

 

স্থানীয়রা জানায়, গ্রামে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কাজ করতেন তরিকুল। বরাদি বাজারে বিদ্যুৎ সামগ্রীর একটি দোকান রয়েছে তার। নিজ বাড়ির গোয়াল ঘরের পাশে শিমগাছের সাথে বিদ্যুতের তার জড়ানো ছিল। বাড়িতে লালনপালন করা একটি গরু শিমের লতা মুখে নিয়ে বিদ্যুতের তার সহ খেতে থাকে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় গরুটি। গরুটিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তরিকুল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এলাকাবাসী তরিকুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।