রেকর্ডের পর কমল স্বর্ণের দাম

রেকর্ডের পর কমল স্বর্ণের দাম

ফাইল ছবি

দফায় দফায় দাম বৃদ্ধির পর অবশেষে কিছুটা কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দাম প্রতি গ্রাম ৯৪২০ টাকা থেকে কমে ৯২৭০ টাকায় নেমে এসেছে।

গ্রাম প্রতি কমেছে ১৫০ টাকা। সে হিসেবে এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। যার আগের দাম ছিল এক লাখ ৯ হাজার ৮৭৫ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে বুধবার (৬ ডিসেম্বর) এই দাম কমানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।