মিরপুর টেস্ট: বৃষ্টিতে বিলম্বিত দ্বিতীয় দিনের খেলা

মিরপুর টেস্ট: বৃষ্টিতে বিলম্বিত দ্বিতীয় দিনের খেলা

সংগৃহীত

প্রথম দিন শেষে মিরপুর টেস্টের যে চিত্র, তাতে বাংলাদেশ প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে। স্পিনবান্ধব মিরপুর টেস্টে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ১৭২ রান। বিপরীতে ৫৫ রান তুলতেই সফরকারী কিউইরা উইকেট হারিয়েছে ৫টি। আজ দ্বিতীয় দিন ১১৭ রানে এগিয়ে থেকে ফিল্ডিংয়ে নামবে নাজমুল বাহিনী। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা বিলম্বিত হচ্ছে।

আলোকস্বল্পতায় প্রথমদিন ৮.২ ওভার খেলা কম হয়। সে কারণে আজ ১৫ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে এখনও খেলা শুরু করা যায়নি।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বুধবার (৬ ডিসেম্বর) রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতও হচ্ছে। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনের শেষে এই বৃষ্টিপাত কমতে পারে। সেক্ষেত্রে আজ হয়তো খুব কম সময়ই খেলা হওয়ার সম্ভাবনা থাকবে।