সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার আরও ১৮ হাজার

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার আরও ১৮ হাজার

ছবি: সংগৃহীত

সৌদি আরবে এক সপ্তাহে (২৩ থেকে ২৯ নভেম্বর) আরও প্রায় ১৭ হাজার ৯৭৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে দেশটির আবাসিক আইন লঙ্ঘনকারী ১০ হাজার ৮৮১ জন। সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী চার হাজার ১৫৯ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী দুই হাজার ৯৩৬ জন। এ ছাড়া অবৈধভাবে সৌদি সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে ৭০০ জন এবং দেশ ছাড়ার সময় আরও ১২৮ জনকে গ্রেপ্তার করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেবে বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনো ধরনের সহায়তা দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেইসঙ্গে পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হতে পারে।

প্রায় তিন কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে।