চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ ডুবি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে জাহাজ ডুবি

সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সার বোঝাই একটি জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন। বাকি ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর ঘাটের সামনে কর্ণফুলী ড্রাই ডকের কাছাকাছি স্থানে এই সার বোঝাই জাহাজ ডুবির ঘটনা ঘটে। 

এদিকে, এ ঘটনায় রাত একটায় পাওয়া সর্বশেষ কোষ্ট গার্ড সূত্রে জানা গেছে, সার বোঝাই এ জাহাজটির ১২ জন নাবিককে উদ্ধার করা হয়েছে তবে এখনো পর্যন্ত একজন নিখোঁজ রয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে আরো জানা যায়, রাত পৌন ১০টার দিকে সার বোঝাই জাহাজটি ধীরে ধীরে ডুবে যেতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাহাজের তলানী ফুটো হয়ে যাওয়ায় পানির নিচে তলিয়ে গেছে জাহাজটি। এ সময় জাহাজে থাকা নাবিকেরা ইঞ্জিল চালিত নৌযানে উঠে এবং একজন সাঁতরে তীরে আসতে দেখা গেছে। 

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট কোস্ট গার্ডের এলএস রতন খান জানান, আমাদের টিম জাহাজ উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে। এখনো নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।