গাজায় আরো ৭ ইসরাইলি সেনা সদস্য নিহত

গাজায় আরো ৭ ইসরাইলি সেনা সদস্য নিহত

গাজায় আরো ৭ ইসরাইলি সেনা সদস্য নিহত

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালে আরো সাতজন সৈন্যের মৃত্যুর ঘোষণা দিয়েছে। তাদের মধ্যে ছয়জন রোববার দক্ষিণ গাজা উপত্যকায় যুদ্ধের সময় নিহত হয়েছে। এখন পর্যন্ত হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণে নিহত ইসরাইলি সৈন্যের সংখ্যা ১০৪-এ পৌঁছেছে।

দক্ষিণ গাজায় খান ইউনিস এবং এর আশপাশে চলমান ভয়াবহ আক্রমণের মধ্যে এ ঘোষণা দেয়া হয়।নিহত সৈন্যদের মধ্যে পাঁচজন পঞ্চম ব্রিগেডের ৮১১১ ব্যাটালিয়ন। খান ইউনিস এলাকায় একটি স্কুলের কাছে হামলার সময় বাহিনীর কাছে থাকা একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হলে তারা নিহত হয়।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ওই পাঁচ সৈন্যকে চিহ্নিত করেছে। তারা হলেন মেজর রোমান ব্রনশটাইন (৪৬), এলিয়া ইয়ানোভস্কি (২৪), মাস্টার সার্জেন্ট আরি ইয়েহিয়েল জেনিলম্যান (৩২), সার্জেন্ট মেজর ইতাই পেরি (৩৬) এবং মেজর ইভিয়েটার কোহেন (৪২)।এ ঘটনায় আরো চার সেনা সদস্য আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।

রোববার গাজায় নিহত ষষ্ঠ সৈন্য হলেন ২৮৫৫তম ব্যাটালিয়নের মেজর গিডিয়ন ইলানি (৩৫)। তিনি দক্ষিণ ইসরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হন।এছাড়া, ৩৬তম ডিভিশনের মেজর গাল বেচার (৩৪) দক্ষিণ ইসরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
সূত্র : টাইমস অব ইসরাইল