সাবের হোসেন চৌধুরীকে শোকজ

সাবের হোসেন চৌধুরীকে শোকজ

সাবের হোসেন চৌধুরী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা মো. তসরুজ্জামান এ সংক্রান্ত নোটিশ দেন।

নোটিশ বলা হয়েছে, গত ৭, ১২ ও ১৪ ডিসেম্বর পরিদর্শনকালে খিলগাঁও, মুগদা, সবুজবাগসহ কয়েকটি স্থানে নির্বাচনী প্রতীকসহ প্রার্থীর ছবি, সমর্থকদের আগাম প্রচারণামূলক পোস্টার পাওয়া গেছে। এটা নির্বাচনপূর্ব অনিয়ম। এ কারণে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার মধ্যে যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-২ এর কার্যালয়ে ব্যক্তিগতভাবে বা মনোনীত একজন প্রতিনিধির মাধ্যমে হজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হচ্ছে।

তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। পরদিন ১৮ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন। আর নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এরপর ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।