দেশের বাইরেও বাংলাদেশকে উন্নতি করা দল মনে করেন নিউজিল্যান্ড কোচ

দেশের বাইরেও বাংলাদেশকে উন্নতি করা দল মনে করেন নিউজিল্যান্ড কোচ

ছবিঃ সংগৃহীত

ঘরের মাঠে বাংলাদেশকে সমীহ করে না, বর্তমান সময়ে এমন দল খুঁজে পাওয়া কঠিন। যেটা দেশের বাইরে অনেক কম।

বিশেষ করে নিউজিল্যান্ডের মাটিতে তো বাংলাদেশকে খুঁজে পাওয়াই কঠিন হয়ে যায়। সব সংস্করণ মিলিয়ে একটি মাত্র জয়।

সাদা বলে নিউজিল্যান্ডে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের কাছে বাংলাদেশকে এখন বাইরের কন্ডিশনেও উন্নতি করা দল মনে হচ্ছে। আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায় প্রথম ওয়ানডে সামনে রেখে স্টিড বলেছেন, 'দেশের বাইরের কন্ডিশনে বেশ উন্নতি করা দল তারা এখন। বেশ কয়েকজন ভালো পেসার আছে।

ভালো বাউন্সের ঘাসের উইকেটে তারা ভালো করতে পারে।'

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের দলে কিউইদের অনেক পরিচিত মুখ নেই। স্টিড মনে করেন নতুনদের জন্য এটা দারুণ সুযোগ, 'দেখুন তারা (কেন উইলিয়ামসন-ডেভন কনওয়েরা) তিন-চার মাস ধরেই টানা খেলার মধ্যে ছিলো। তাদের একটু সতেজ হওয়া দরকার।

আমাদের সামনে ঠাসা সূচি আছে। টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে অনেক খেলা আছে। তাছাড়া ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে যদি আমরা দল করতে চাই কিছু খেলোয়াড় এখন থেকে দেখে নিতে হবে। আগামী ৯-১০ মাস আমাদের কোন ওয়ানডে নেই, কাজেই এই সিরিজ ভালো একটি সুযোগ।'